বরগুনার তালতলীতে সাবেক ইউপি সদস্যর বাড়িতে ধর্ষণ চেষ্টা ও লুটপাট
মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলী উপজেলার,শারিকখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য, রবিন চন্দ্র মন্ডলের বাড়িতে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানাজায়,শুক্রবার গভীর রাতে রবিন চন্দ্র মন্ডলের বাড়ির, ঘরের জানালা ভেংগে ১০ -১২ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রের মুখেরবিন চন্দ্র মন্ডলের স্ত্রী কে জিম্মি করে ধর্ষণ চেষ্টা চালায়, ধর্ষণ চেষ্টায় ব্যার্থ হয়ে তারা লুটপাট করে।
এ বিষয় রবিন চন্দ্র মন্ডলের স্ত্রী সবিতা রানী জানান,আমার স্বামীর অনুপস্থিতিতে, ডাকাত দল ঘরের জানালা ভেংঙে ঘরে প্রবেশ করে।দেশিয় অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে,আমার স্বামী কে মেরে ফেলার উদ্দেশ্য খুজতে থাকে,তাকে না পেয়ে আমাকে ধর্ষণ চেষ্টা চালায়।সুকেশে রাখা নাগদ এক লক্ষটাকা, তিন ভরি স্বর্ণের অলংকার, এবং গুরুত্বপূর্ণ কাগজ পত্র নিয়ে চলে যায়।
তারা চলেগেলে আমর ডাক চিৎকারে, প্রতিবেশীরা আমার মুখের, ও হাত পায়ের বাঁধন খুলে দেয়।এ বিষয় রবিন চন্দ্র মন্ডল জানান আমি কয়েক দিন ধরে আমি বাড়িতে না থাকার করনে,সুযোগ বুঝে শুক্রবার দিবাগত রাতে।সাবেক ইউ পি চেয়ারম্যান বাবলু হাওলাদার গং, আমার বাড়িতে হামালা লুটপাট,আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় আমার স্ত্রী তাদের কন্ঠ শুনে এবং ঘরের লাইটের আলোতে তাদের চিনতে পারে।এ বিষয় শারিকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবলু বলেন।
পুর্ব শত্রুতা থাকায় তারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান
খবর পেয়েই রাতে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নিদুপরে ঘটনা স্থান পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, সহ ঃ পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, আমতলী থানার অফিসার ইনচার্জ,
তালতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক নবাগত উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু.তৌফিকু উজ্জামান তনু, সাবেক উপ জেলা চেয়ারম্যান মমনিরুজ্জামান মিন্টু
প্রমুখ।