ইশা ছাত্র আন্দোলন চরমোনাই আলিয়া শাখার সেমিনার অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইশা ছাত্র আন্দোলন চরমোনাই আলিয়া শাখার সেমিনার অনুষ্ঠিত


আলোকিত বার্তা:গতকাল ০৬ জুলাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাইআলিয়া শাখার উদ্যোগে, শাখা সভাপতি মুহাম্মাদ আবু বকরের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মুহাম্মাদ রেজাউল করীম ও সাংগঠনিক সম্পাদক শাহজালের যৌথসঞ্চালনায় ‘বাংলাদেশে ইসলামী রাজনীতির সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারঅনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনবাংলাদেশের আমীর, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ( পীর সাহেব চরমোনাই)।বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীরমুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ ওপ্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, শেখ ফজলুল করীম মারুফ। সভায় অতিথিগন বলেন,ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য বর্তমানে বহুমুখী সংকট বিদ্যমান।

যারমধ্যে ইসলামী রাজনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র, ভÐপীর ও মাজারপূজারীদেরঅপতৎপরতা, ইসলামী দলগুলোর লেজুরবৃত্তির মনোভাব, ওলামায়ে কেরামের দুনিয়াদারক্ষমতাধারীদের কাছে স্বার্থের জন্য গমণ করা, অবৈধ সম্পদশালীশ্রেণির অপতৎপরতাইত্যাদি। অন্যদিকে বক্তারা বাংলাদেশে ইসলামী রাজনীতির সম্ভাবনার বিষয়ে বলেন,“ঈমানদার ও নেককারগণকে আল্লাহপাকের পক্ষ থেকে শাসন ক্ষমতা দেয়ার নিশ্চিতওয়াদা, ইসলামী শাসন কায়েমে যুগে যুগে নেক কাজের অছীলায় আসমানীসাহায্য” ইত্যাদি সহ অপার সম্ভাবনা রয়েছে।সেমিনারে এছাড়াও উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওইসলামী আন্দোলন বাংলাদেশে কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দএছহাক মুহাম্মাদ আবুল খায়ের,ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরেরসেক্রেটারি মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী, ইসলামী শাসনতন্ত্র ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক, কেন্দীয় শুরা সদস্য মুহাম্মাদরহমতুল্লাহ, আলিয়া শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ রুহুল আমীন, জেলা শাখারসহ-সভাপতি মুহাম্মাদ আবু সালেহ মুসা, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রুহুলআমীন, প্রচার সম্পাদক মুহাম্মাদ কাওসার মাহমুদ, অর্থ সম্পাদক মুহাম্মাদ নূরকাশিম, দফতর সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দিন, ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রবিউলআলম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, সদস্য মুহাম্মাদরহমতুল্লাহ ও আশরাফুজ্জামানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Top