ফকির হাটে বনবিভাগের গাছ উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফকির হাটে বনবিভাগের গাছ উদ্ধার


তালতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলী উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে পাচার করা ৫১ পিস (১০২ ঘনফুট) কেওড়া গাছ উদ্ধার করেছে তালতলী বনবিভাগ।শুক্রবার (৫ জুলাই) রাত স ১০টায় উপজেলার ফকিরহাট বাজারের জয়নাল মিয়ার পুত্র জালালের ঘড় থেকে এ গাছগুলো উদ্ধার করা হয়।

এলাকা বাসি দের ধারনাএর দাম আনুমানিক প্রায় দুই লাখ টাকা।এ বিষয় সকিনা বিট কর্মকর্তা জাহিদ প্রামাণিক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সংরক্ষিত বনাঞ্চলের কিছু গাছ কেটে এনে ফকির হাট বাজারে রাতের আধারে এনে রেখেছে। রাতেইঅভিযান চালিয়ে জালালের ঘর থেকে ৫১ পিস কেউড়া গাছ উদ্ধার করি।এ বিষয় বন আইনে জালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Top