বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পানি সম্পদ প্রতি মন্ত্রীজাহিদ ফারুক শামিম-এর সংসদীয় আসনে তার অনুসারীসমর্থকদের নেই কোন কর্মসূচী।
স্টাফ রিপোর্টারঃবাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশাল ৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতি মন্ত্রীজাহিদ ফারুক শামিম-এর সংসদীয় আসনে তার অনুসারীসমর্থকদের নেই কোন কর্মসূচী। এ নিয়ে বিভিন্নপ্রতিক্রিয়া দেখা দিয়েছে তার কর্মী ও অনুসারীদের মধ্যে।অন্যদিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামীলীগের বরিশাল মহানগর কমিটির যুগ্ম-সাধারণসম্পাদককে নিয়ে কর্মসূচী সহ বরিশাল মহানগরআওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের ফেস্টুন বেনারে ছেয়েগেলেও প্রতি মন্ত্রী জাহিদ ফারুক শামিমের কোন প্রকারফেস্টুন ব্যানার চোখে পরেনি নগর বাসির। এদিকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম (এম.পি) বরিশাল আসলেকর্মী সমর্থকদের উপছে ভীড় দেখা গেলেও দলীয় কোনকর্মসূচীতে তাদের দেখা যায়নি। নাম না প্রকাশ করাসত্তে¡
একাধিক আওয়ামী লীগের নেতারা জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম বিভিন্ন কাজকর্মে ব্যস্তথাকায় হয়তো তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণকরতে পারেনি। তার সাথে যাহারা থাকেন তাদের তাকে স্বরণকরিয়ে দেয়া উচিত ছিল। এবিষয়ে জাহিদ ফারুক শামিম(প্রতি মন্ত্রী-এমপি)-এর পি.এস সফিক-কে ফোন দিলে তিনি জাহান স্যার ব্যস্ত আছেন পরে কথা বলবেন।