বহিরাগতসহ সাবেক ছাত্র আটক বরিশাল আইএইচটি হোস্টেল থেকে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বহিরাগতসহ সাবেক ছাত্র আটক বরিশাল আইএইচটি হোস্টেল থেকে


আলোকিত বার্তা:বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) হোস্টেল থেকে সাবেক ছাত্র ও তিন বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ।ইনস্টিটিউট কর্তৃপক্ষের সহযোগিতায় শনিবার (২২ জুন) বিকেলে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন-আইএইচটির ডেন্টাল অনুষদের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের সাবেক ছাত্র নাসিম খন্দকার (২২) ও তার সহযোগী, বহিরাগত মাদকসেবী নাঈম (১৮), সবুজ (১৯) ও ফরিদ (১৯)। তারা সবাই মাদারীপুরের বাসিন্দা।আইএইচটি কর্তৃপক্ষ জানায়, ছাত্র হোটেলের রুম নতুন করে বরাদ্দ দিতে হোস্টেল সুপার আব্দুস ছত্তার ও মিজানুর রহমান পরিদর্শনে বের হন। তারা তৃতীয় তলায় গিয়ে ৩০৯ নম্বর রুমের বাইরে থেকে তালা দেয়া এবং ভেতরে কারো অবস্থান করার বিষয়টি আচ করতে পারেন।

পরে দরজা খুলে ভেতরে ঢুকে সেখানে মাদকাসক্ত অবস্থায় বহিরাগত নাঈম, সবুজ ও ফরিদকে দেখতে পান। পরে কলেজ কর্তৃপক্ষ কোতোয়ালি মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ওই তিন জনকে মাদকসহ আটক করে নিয়ে যায়। পরে ওই রুমে অবৈধভাবে বসবাসকারী সাবেক ছাত্র নাসিম খন্দকার নামে এক যুবককে আটক করে পুলিশ। সে বহিরাগতদের ওই রুমে আশ্রয় দেয়।শিক্ষকরা জানান,নাসিম খন্দকার গত মার্চে ডেন্টাল অনুষদ থেকে ডিপ্লোমা পাশ করায় এখন আর তার ছাত্রত্ব নেই। কিন্তু তবুও সে গোপনে হোস্টেলে অবস্থান করছিল। ৩০৯ নম্বরের ওই রুমটি তার নামেও বরাদ্দ নয়। সেখানে ফার্মেসি অনুষদের মেজবা নামের ২য় বর্ষের এক ছাত্র থাকেন। বহিরাগতদের রুমে নিয়ে আসায় শুক্রবার রাতে মেজবাহকে রুম থেকে বের করে দেওয়া হয়।আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন,যাদের আটক করা হয়েছে তারা আইএইচটি হোস্টেলে অবৈধভাবে অবস্থান নেয়। এজন্য তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Top