যশোরের বেনাপোলে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক পরিচয়ের আটক ৪ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের বেনাপোলে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক পরিচয়ের আটক ৪


লিংক- যশোরের বেনাপোলে বিভিন্ন ক্লিনিকে চাঁদাবাজিরঅভিযোগে পল্লী টিভির সাংবাদিক পরিচয়দানকারী চার জনকে১টি ক্যামেরা,১টি মাইক্রফোন ও ১টি মাইক্রোকার আটক করেছেবেনাপোল পোর্ট থানা পুলিশ।বুধবার(১৯ জুন) রাত ১০ টায় বেনাপোল বাজারের একটি ক্লিনিকথেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।আটকরা হলেন, আটকরা হলেন, জীবনগরের আশতালাপাড়া গ্রামেরসৌরব হোসেনের ছেলে শাহাজাত বেল্লাল(২৯), একই এলাকারআব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন(২০),তারানিবাশ পশ্চিম পাড়াএলাকার করিমের ছেলে আলামিন বিশ^াস(২৬) ও দৌলতগঞ্জ এলাকারমিজানুর রহমানের ছেলে শিতল হোসেন(২০)।বেনাপোল রজনী ক্লিনিকের ম্যানেজার আরাফাত ইসলাম সুইটজানায়, পল্লী টিভির ষ্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়েচার যুবক সাংবাদিক পরিচয়ে তাদের ক্লিনিকে আসে।

পরেভয়ভিতি দেখিয়ে দুই লাখ টাকা দাবী করে। এসময় তাদের আচারণসন্দেহ জনক হওয়ায় পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করেনিয়ে যায়।বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) এসআইএইচ এম আব্দুল লতিফ জানান, অভিযোগ পেয়ে চাঁদাবাজিরসত্যতা পাওয়ায় তাদের চার জনকে আটক করা হয়েছে। তারা গততিনদিন ধরে বেনাপোল ও যশোরের বিভিন্ন ক্লিনিকে ভয়ভিতী দেখিয়েচাদা আদায় করছিল।তাদের ব্যবহৃত একটি মাইক্রবাস ও চাদাবাজিরকিছু টাকা জব্দকরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়াচলছে বলেও জানান তিনি।

Top