বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সফলতার চিত্র : বরিশাল জেলা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সফলতার চিত্র : বরিশাল জেলা


স্টাফ রিপোর্টার:মোঃমাসুম:গত ১১/০৬/১৭ তারিখ রোজ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিভাগের শী পাওয়ার প্রজেক্ট এর ফ্রিল্যান্সার টু ইন্টারপ্রিনিয়ার বরিশাল জেলার ২য় লেভেলের সমাপ্তি এবং ৩য় লেভেলের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে “নারীরা পারে নারীরাই পারবে” এ প্রতিপাদ্যে গত বছরের ২৬ শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন। প্রথম লেভেলের আইটি ট্রেনিং শেষে এর ইন্টার্ণশীপ শেষ হয় এবং ইন্টার্ণশীপ শেষে ২য় লেভেলের শুরু হয় ।

আর শিক্ষার্থীরা প্রথম লেভেলের ইন্টার্ণশীপে উপবৃত্তি হিসেবে ৬০০০ /- (ছয় হাজার টাকা) ভাতা পেয়েছে । ২য় লেভেলের ক্লাস শেষে ২য় লেভেল ইন্টার্ণশীপসহ শেষ হয় এবং ৩য় লেভেলের যাত্রা শুরু হয়। উপস্থিত শিক্ষার্থীরা বাংলাদেশ সরকারের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তারা বলেন যে, তারা এর মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন এবং অনেকেই এর মাধ্যমে উদ্যোগী হয়ে ব্যবসা শুরু করেছেন ও লাভবান হচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথীর আসন অলংকৃত করেন মমতাজ মজিদুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মোঃ শামসুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন শী পাওয়ার প্রজেক্টের বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর মোহাইমিম এবিএম হাসিব, উপস্থিত ছিলেন দক্ষ ও অভিজ্ঞ ট্রেইনারবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

Top