পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির কান্ড মির্জাগঞ্জে বিদ্যুৎ বিল পরিশোধের একদিন পর বিল কাগজ পেলেন গ্রাহকরা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির কান্ড মির্জাগঞ্জে বিদ্যুৎ বিল পরিশোধের একদিন পর বিল কাগজ পেলেন গ্রাহকরা


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে বিল পরিশোধের শেষ তারিখের একদিন পর গতকাল শুক্রবার গ্রাহকদেরনিকট বিদ্যুৎ বিল পৌঁছে দিল পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতি কর্তৃপক্ষ। বিলম্ব মাশুলেরনামে কোন কারন ছাড়াই গ্রাহককে অতিরিক্ত অর্থ গুনতে হবে বলে ক্ষোভ প্রকাশ করে নগ্রাহকরা। বিলম্ব মাশুল ছাড়া বিল নেওয়ার দাবী জানান তারা।জানা গেছে, পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতি কর্তৃপক্ষ প্রতি মাসের ৩০ তারিখের মধ্যে বিলপরিশোধের তারিখ উল্লেখ করে ১০ তারিখের মধ্যে চলতি মাসের বিল গ্রাহকের হাতে পৌঁছেদিলেও চলতি জুন মাসের বিদ্যুত বিল গতকাল ২১জুন শুক্রবার গ্রাহকের নিকট পৌঁছে দেয়া হয়।

কিন্তু বিদ্যুত বিলে চলতি মাসের ২০ তারিখে পরিশোধের শেষ তারিখ এবং ৮ জুলাই বিলম্ব
মাশুলসহ পরিশোধ তারিখ উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের এমন কর্মকান্ডের কারনে কোন কারন
ছাড়াই এখানকার প্রায় ৩০হাজার গ্রাহককে বিলম্ব মাসুলের নামে ৫০ থেকে ১২০ টাকা পর্যন্ত
জরিমানা গুনতে হবে। কোন কারন ছাড়া বিলম্ব মাসুলের নামে অতিরিক্ত টাকা দিতে অপারগতা
জানিয়ে ক্ষোভ প্রকাশ করে কয়েকজন গ্রাহক বলেন,বিগত মাসগুলোতে বিল পরিশোধে ৩০তারিখ
উল্লেখ থাকলেও বর্তমান মাসের বিলে ২০ জুন জমা দেওয়ার যে শেষ তারিখ উল্লেখ করা হয়েছে তাউদ্দেশ্যমূলক।এদিকে বিলের অপর পৃষ্ঠায়(অফিস কপি) ২৮ জুন বিল পরিশোধের শেষ তারিখ উল্লেখকরা হয়েছে।এ ব্যাপারে পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির মির্জাগঞ্জ উপজেলা অভিযোগ কেন্দ্রের ইনচার্জমোঃ কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিদ্যুত বিলের কাগজে কোনঅসংগতি থাকলে এবং গ্রাহক অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Top