যশোরের বেনাপোলে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বোমা তৈরীর সরঞ্জম,ম্যাগজিন, গুলি ও মাদক উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের বেনাপোলে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বোমা তৈরীর সরঞ্জম,ম্যাগজিন, গুলি ও মাদক উদ্ধার


লিংক-শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের বাড়িতে অভিযানচালিয়ে বোমা তৈরির সরঞ্জাম,ম্যাগজিন,গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমজানান,গোপন সংবাদেও ভিত্তিতে সার্কেল এসপি স্যারসহ আমরা রাত ১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। তার

বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জম,১২টি ম্যাগজিনপিস্তলের তিন রাউন্ড গুলি,আটটি দেশীয় অস্ত্র,হাতুড়ি ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করি।এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন জানান,রাজনৈতিক চাপে তিনি গত ছয় মাস ধরে এলাকা ছাড়া। ওই বাড়িতেও কেউ থাকেন না। হয়রানিকরতেই প্রতিপক্ষের সাজানো এই ঘটনা ঘটিয়েছে।

Top