এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে
আলোকিত বার্তা:বরিশালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ,জেলা কমিটি। ‘বিজ্ঞান হোক সব অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার’এ স্লোগানে সোমবার (২৭ মে) বেলা ১২ টায় নগরের অশ্বিনী কুমার হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটির সভাপতি মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপিকা শাহ্ সাজেদা,জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা.মনিষা চক্রবর্তী,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি শন্তুমিত্র প্রমুখ।এসময় বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১৯ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ ২ শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।