১ মাসের ছুটি ববিতে
আলোকিত বার্তা:বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি)শুরু হয়েছে টানা এক মাসেরও বেশি ছুটি।রোববার (২৬ মে) থেকে বন্ধ হয়ে গেছে ক্লাস,থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।তবে অফিস কার্যক্রম চলবে আগামী ২ জুন পর্যন্ত। নয় দিনের ছুটি শেষে ১১ জুন ফের বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম শুরু হবে।
গ্রীষ্মকালীন ছুটি,মাহে রমজান,জুমআতুল বিদা,শব-ই-কদর ও ঈদুল ফিতরের কারণে শিক্ষার্থীরা এক মাসেরও বেশি ছুটি দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নিত্যানন্দ পাল সই করা এক নোটিশে জানানো হয়েছে।এদিকে,ছুটি বেশি হওয়ায় শিক্ষার্থীরা হল ছাড়ছেন ধীরে-সুস্থে। রোববার দূরের ছাড়া তেমন কোনো শিক্ষার্থীরা হল ছাড়েননি বলে জানা গেছে।