১২০তম নজরুলের জন্মবার্ষিকী উদযাপন বরিশালে
আলোকিত বার্তা:নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই স্লোগানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার (২৫ মে) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি বরিশাল এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।জেলা কালচারাল অফিসার মো.হাসানুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন শীষ ও সুব্রত বিশ্বাস দাস, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সংস্কৃতিজন অ্যাডভোকেট এস এম ইকবাল, বরিশাল জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি মো. হোসেন চৌধুরী, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ সাংস্কৃতিক অঙ্গনের নেতারা।সভায় কবি নজরুলের জীবনী সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়।