অধ্যাপক ইউসুফ ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যাপক ইউসুফ ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন


আলোকিত বার্তা:বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ইউসুফ আলী মোল্লা।শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার কমিশনের জ্যেষ্ঠতম সদস্য অধ্যাপক ইউসুফ দায়িত্ব গ্রহণ করেন। ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়েছে।ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মেয়াদ গত ৭ মে শেষ হয়। ২০১৫ সালের ৬ মে চার বছরের জন্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

অধ্যাপক ইউসুফ ২০১৫ সালের ২৮ মে বাংলাদেশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন।
নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যানের নিয়মিত কাজ চালিয়ে যাবেন।

Top