দুদেশই লাভবান সুসম্পর্কের কারণে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

দুদেশই লাভবান সুসম্পর্কের কারণে


আলোকিত বার্তা:রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এসময় সুসম্পর্কের কারণে দুদেশই লাভবান হয়েছে বলে উল্লেখ করেছেন তারা।বুধবার বিকেলে বঙ্গভবনে এই সাক্ষাৎ করেন তিনি।মুখ্য তথ্য কর্মকর্তা মো.জয়নাল আবেদিন বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন,বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই চমৎকার এবং এ সম্পর্ক পর্যায়ক্রমে সম্প্রসারিত হয়ে চলেছে।

রাষ্টপ্রধান বলেন, বাংলাদেশের জনগণ ও সরকার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

বাণিজ্য,বিনিয়োগ,যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ ভারতীয় হাইকমিশনারকে এ সুযোগ গ্রহণের আওতা আরো বাড়ানোর আহ্বান জানান।ভারতের হাইকমিশনার বলেন,দুদেশের মধ্যে দীর্ঘ দিন ধরে বিদ্যমান সুসম্পর্কের কারণে দুদেশই লাভবান হয়েছে এবং দুদেশের জনগণ এর সব ধরনের সুফল ভোগ করছে।তিনি আশা প্রকাশ করেন যে, দুদেশের মধ্যে বিদ্যমান রেল-নৌ-সড়ক যোগাযোগ আগামীতে আরো বিস্তৃত হবে। বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ, বাংলাদেশ ও ভারতীয় দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Top