বেনাপোল সীমান্ত থেকে ৬৬৮ বোতল ফেনসিডিল সহ আটক-১ - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্ত থেকে ৬৬৮ বোতল ফেনসিডিল সহ আটক-১


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধি:বেনাপোল সীমান্ত থেকে ৬৬৮ বোতল ফেন্সিডিল সহজাহিদ হাসান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটককরেছে বিজিবি। বুধবার সকাল ১০ টার সময় বারোপোতাগ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক জাহিদ বেনাপোল পোর্ট থানার দক্ষিন বারোপোতাগ্রামের রফিকুলের ছেলে।

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামে অভিযানচালালে দুইজন ফেনসিডিল ব্যবসায়ি পালিয়ে যায়। আরজাহিদ ধরা পড়ে। ফেনসিডিলের বস্তা খুলে তার ভিতর থেকে৬৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ফেনসিডিল সহ আসামী জাহিদ হাসানকেবেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

Top