উলাশী কিন্ডার গার্টেনে স্বাধীনতা দিবস উপলক্ষেপুরস্কার বিতরন ও আলোচনা সভা - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

উলাশী কিন্ডার গার্টেনে স্বাধীনতা দিবস উপলক্ষেপুরস্কার বিতরন ও আলোচনা সভা


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:স্বাধীনতাদিবস উপলক্ষে উলাশী কিন্ডার গার্টেনের আয়োজনে মহানস্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে শনিবার ৩০শে মার্চবিকাল ৩টার সময় উলাশী কিন্ডার গার্টেন প্রাঙ্গনে আলোচনাসভা,সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান করা হয়েছে।উলাশী কিন্ডার গার্টেনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানেস্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেন।বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলায় ও মনোমুগ্ধকর সাংস্কৃতিকঅনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথীউলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক,বিশেষ অতিথী ইউপি মেম্বার তরিকুল ইসলাম মিলন,সংরক্ষিত মহিলা আসনেরইউপি সদস্য মমতাজ বেগম, ইউপি সদস্য অহিদুজ্জামান মুরাদ,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলামশাহিন,সেক্রেটারী আয়ুুব হোসেন পক্ষী, মুনছুর আলী, প্রধানশিক্ষক উলাশী মাধ্যমিক বিদ্যালয়,মজনুর রহমান আহŸায়কস্বাধীনতা দিবস উযযাপন কমিটি।

সোহারাব হোসেন যশোরজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন,উলাশী নতুন কুঁড়িএডাস স্কুলের সভাপতি আজিজুল হক।অনুষ্ঠানটির সার্বিকপরিচালনায় ছিলেন উলাশী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষকজাহিদ হাসান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাকির হোসেন লালটু প্রতিষ্ঠাতাসভাপতি উলাশী কিন্ডার গার্টেন, অনুষ্ঠানটির মিডিয়াপার্টনার ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল।এসময় আরো উপস্থিত ছিলেন, সীমান্ত প্রেসক্লাবেরসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহঃ সাংগঠনিকতামিম হোসেন সবুজ দপ্তর সম্পাদক আরিফুল ইসলামসেন্টু,প্রচার সম্পাদক রাসেল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জাকির হোসেন, সদস্য লোকমান হোসেনরাসেল,সাগর হোসেন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে উলাশী কিন্ডার গার্টেনের বিভিন্ন দাবী-দাওয়াপ্রধান অতিথী চেয়ারম্যান আয়নাল হক পূরনের আশ্বাস দেন।

Top