২৫ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেন সুমন নামে এক যুবককে আটক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৫ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেন সুমন নামে এক যুবককে আটক


আলোকিত বার্তা:বরিশালে ডায়াবেটিক হাসপাতাল থেকে ২৫ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেন সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে শহরের বান্দ রোডে ডায়াবেটিক সমিতি পরিচালিত অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। সুমন ওই হাসপাতালের রিসিপশনিস্ট পদে চাকরি করতেন।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আলোকিত বার্তাকে জানান, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক হাসপাতালে রিসিপশনিস্টের চাকরির আড়ালে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন সুমন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডায়াবেটিক হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

Top