অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহবান - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহবান


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলন শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অবাধ , সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে প্রশাসনের দৃঢ় ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। এতে নির্বাচনী পরিবেশের বেশকিছু অসঙ্গতি তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মহেশখালী-কুতুবদিয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ সামনে আসছে। এ ক্ষেত্রে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

ড. আযাদ আরও বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়—সে জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, সব কেন্দ্রে সম্ভব না হলে অন্তত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসিটিভি স্থাপন করা জরুরি। পাশাপাশি মাগুরায় সিসিটিভি স্থাপনের পর তা ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।তিনি অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করে বলেন, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করাও অপরিহার্য।ড. হামিদ আযাদ বলেন, দেশের জন্য স্বাধীন গণমাধ্যম দরকার, সেটা শুধু মুখের কথা নয়, কার্যকরভাবে দেখতে চাই। তিনি নির্বাচনের সময় জনগণ যাতে সঠিক তথ্য পান এবং সকল ভোট প্রক্রিয়া স্বচ্ছ হয়, তা নিশ্চিত করার জন্য গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে তিনি আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের নির্বাচনী সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং এই সফর সফল করতে জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মিডিয়া বিভাগের প্রধান আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, জামায়াত নেতা জাকির হোছাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Top