ক‌বি হেনরী স্বপন জা‌মিন পেলেন - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ক‌বি হেনরী স্বপন জা‌মিন পেলেন


আলোকিত বার্তা:ডি‌জিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া ক‌বি হেনরী স্বপনের জা‌মিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্প‌তিবার(১৬ মে)সকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহম্মেদ তার জা‌মিন মঞ্জুর করেন।
অ্যাডভোকেট সুভাশীষ ঘোষ বাপ্পি ও অ্যাডভোকেট সুভাস চন্দ্র দাস আলোকিত বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।তারা জানান,বাদী বিবাদী পক্ষের উপ‌স্থি‌তিতে এ জা‌মিন মঞ্জুর করা হয়েছে।আগামী ধার্য তা‌রিখ পর্যন্ত তাকে জা‌মিন দিয়েছেন আদালত।

এর আগে মঙ্গলবার (১৪ মে)হেনরী স্বপনের বিরুদ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে ব‌রিশাল কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হলে সর্বমহলে নিন্দা ও প্র‌তিবাদ সৃ‌ষ্টি হয়।ক‌বি হেনরী স্বপনের পক্ষে আইনজীবী হিসেবে জেলা বারের সভাপ‌তি সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু, সি‌নিয়র আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালসহ আইনজীবীরা উপ‌স্থিত ছিলেন।

Top