নারী-শিশুসহ ২৩ রোহিঙ্গা আটক রাজধানীতে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নারী-শিশুসহ ২৩ রোহিঙ্গা আটক রাজধানীতে


আলোকিত বার্তা:গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেয়া ২৩ রোহিঙ্গাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার সকালে খিলক্ষেতের মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

খিলক্ষেত থানার ওসি মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।ওসি জানান,শুক্রবার ভোরে ডিবি পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায়। এসময় শিশুসহ ২৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়।এদিকে অভিযানকালে জিজ্ঞাসাবাদের ওই বাসার মালিকের ছেলেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Top