বেনাপোল দৌলতপুর ৮০ পিস হেপাটাইটিস বি ভ্যাকসিন সহ আটক ১
মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃযশোরের শার্শার উপজেলার বেনাপোল পোর্ট থানাধীনগাতিপাড়া মেইন সড়কে হতে ৮০ পিস হেপাটাইটিসবি ভ্যাকসিন ও ০১টি মোটর সাইকেলসহ মোঃ রুবেলহোসেন(২৫)কে আটক করেছে বিজিবি সদস্যরা।৩১ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় গাতি পাড়ামেইন সড়ক হতে তাকে আটক করে।
সে শার্শার আমড়াখালী, গ্রামের -মৃত নুরুল ইসলাম এর ছেলে২১ বিজিবি অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আটকেরবিষয়টি নিশ্চিত করে বলেন…আটককৃত মালামাল ও আসামী বেনাপোল পোর্ট থানায়সোপর্দ করা হয়েছে। এবং আটককৃত ভ্যাকসিন ও মোটরসাইকেলের আনুমানিক মূল্যমান ২,২০,০০০/- দুই লক্ষ বিশহাজার।