নির্বিঘ্ন করতে চার সিদ্ধান্ত ঈদযাত্রা


আলোকিত বার্তা:আসন্ন ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে চার সিদ্ধান্ত নিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।এ সময় ঈদ যাত্রা আরামদায়ক না হলেও স্বস্তির যেন হয়, এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
রাজধানীর বিআরটিএ ভবনে বৃহস্পতিবার ঈদকে সামনে রেখে সড়কে নিরাপত্তা বিষয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
সিদ্ধান্তগুলো হল:
– ঈদে কোনো ধরণের লক্কর-ঝক্কর বা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামবে না।
– বৈধ কাজগপত্র ছাড়া কোনো গাড়ি চলাচল করতে পারবে না।
– ঈদের আগে সাতদিন এবং ঈদের পর পাঁচদিন সারা দেশের ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।
– ঈদের আগে তিনদিন মহাসড়কে কাভার্ড ভ্যান, লরি, ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্র বহনকারী যানবাহন এই নিয়মের বাইরে থাকবে।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের পরিবহন মালিকদের উদ্দেশে বলেন, তারা যেন রাস্তার নিয়ম-কানুন মেনে চলে। কারণ সড়কের অবস্থা যতই ভালো থাকুক চালকরা যদি আইন না মানে চলে তাহলে যানজট সৃষ্টি হবে।টিকেট নিয়ে যাতে কোনো ধরণের কালোবাজারি না হয় এবং টিকেটের সঠিক মূল্য রাখতে মালিকদের অনুরোধ জানান তিনি।মন্ত্রী বলেন,ঈদ আসলেই ঢাকা শহরের লক্কর-ঝক্কর বাস রং করে রাস্তায় নামানোর প্রবণতা দেয়া যায়। এই বাসগুলো সড়কে দুর্ঘটনার জন্য বেশি দায়ী। এজন্য এইসব বাস যাতে রাস্তায় চলাচল না করতে পারে সে দিকে নজর রাখা হবে।মেঘনা ও গোমতি সেতুর প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত সময়ের ছয় মাস আগেই সেতুর কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করায় রাষ্ট্রের সাশ্রয় হয়েছে ৭২০ কোটি টাকা।এ সভায় অংশ নেয় পরিবহনের সাথে যুক্ত সংশ্লিষ্ট স্টেক-হোল্ডার, প্রশাসন, বিআরটিএ, পরিবহন মালিক ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা।