চারজনের জরিমানা,বিনা টিকিটে দুর্গাসাগরে প্রবেশ - Alokitobarta
আজ : বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চারজনের জরিমানা,বিনা টিকিটে দুর্গাসাগরে প্রবেশ


আলোকিত বার্তা:সংরক্ষিত এলাকা বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগরে বিনা টিকিটে প্রবেশ করার অপরাধে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দুর্গাসাগর দীঘি এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় বিনা টিকিটে সংরক্ষিত এলাকায় প্রবেশের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক চারজনকে ২’শ টাকা করে জরিমানা করা হয়।দর্শনীয় স্থান দুর্গাসাগর দীঘির সৌন্দর্য ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

Top