রুমিন ফারহানা সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

রুমিন ফারহানা সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন


আলোকিত বার্তা:জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন পেলেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।ফারহানা বলেন,আমাকে বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া হয়েছে। আজ দুপুর ১টার দিকে আমি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করতে যাব।সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন বণ্টন করা হয়। সরাসরি ভোটে নির্বাচিত ছয় আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন বণ্টন হয়।

দলীয় একটি সংরক্ষিত আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে সংরক্ষিত আসনের প্রার্থী নির্বাচিত হন। আর একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছয়টি আসনে জয় পেয়েছিল। সেই হিসেবে তাদের জন্য একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দ রয়েছে।৮ মে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন বিএনপির সংরক্ষিত একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন। সেই তফসিল অনুযায়ী সোমবার মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ।

Top