মির্জাগঞ্জের ভিজিডির তালিকায় স্বচ্ছল পরিবারের নাম অর্ন্তভূক্তির অভিযোগ
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে সরকারের সামাজিকনিরাপত্তা বেষ্টনী ভিজিডি প্রকল্পের আওতায় ভিজিডির তালিকায় হতদরিদ্রউপকারভোগীদের নাম না দিয়ে স্বচ্ছল পরিবারের নাম দেয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রুহুল কুদ্দুস আমড়াগাছিয়াইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারেরকাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়,উপজেলার আমড়াগাছিয়াইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ ভিজিডি তালিকা তৈরীতে ব্যাপকঅনিময়,একক ও মনগড়া সিদ্ধান্তের কারনে বহু হতদরিদ্র পরিবার অনলাইনে আবেদনকরেও তালিকাভুক্ত হতে পারেনি। ২০১৫-১৬ এবং ২০১৭-১৮ অর্থ বছরের উপকারভোগীভিজিডি কার্ডধারীদেরকে এবারের নতুন তালিকায় অর্ন্তভূক্ত করেন এবং স্বচ্ছলপরিবারকে তালিকায় নাম দিয়ে ভিজিডি পাবার ব্যবস্থা করেন উৎকোচেরবিনিময়ে ইউপি চেয়ারম্যান। সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরেআমড়াগাছিয়া ইউনিয়নে মোট ৩৪২ জন উপকারভোগী নতুন তালিকায় অর্ন্তভূক্তকরার কথা। কিন্তু ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতায় তালিকা তৈরীতে অনিয়মেরকারনে বিলম্ব হওয়ায় চলতি বছরের ৫ মাস অতিবাহিত হলেও উপকারভোগীরা এখনপর্যন্ত ভিজিডির চাল পাননি।
ফলে চাল না পেয়ে হতদরিদ্ররা পরিবার-পরিজন নিয়েমানবেতর জীবন যাপন করছে। এদিকে তালিকা তৈরীতে বিলম্ব হওয়ার কারনেমির্জাগঞ্জ ইউনিয়নে ৩৪৪জন উপকারভোগী,আমড়াগাছিয়া ইউনিয়নে ৩৪২ জনউপকারভোগী, দেউলী সুবিদখালী ইউনিয়নে ৩৩০জন উপকারভোগী ওকাকড়াবুনিয়া ইউনিয়নে ২৭৪ জন উপকারভোগীদের মধ্যে এখনও ভিজিডি চালবিতরন করা হয়নি। অথচ ভিজিডি তালিকা নভেম্বর-ডিসেম্বর মাসেই তালিকাতৈরী করে জানুয়ারীর শেষের দিকে ভিজিডির চাল বিতরনের কথা। ফলে হতদরিদ্রদেরভিজিডির চাল উপজেলা প্রশাসন থেকে চালের ডিও হলেও তালিকা তৈরীতে বিলম্বহওয়ার কারনে ভিজিডির চাল গোডাউনে পড়ে আছে। এ ব্যাপারে আমড়াগাছিয়াইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ বলেন,ভিজিডির তালিকা তৈরীতে আমিকোন অনিয়ম করিনি। তবে আমার ইউনিয়নে মেম্বারদের তালিকা তৈরীতে কিছুটাবিলম্ব হয়েছে। ফলে এখন পর্যন্ত ভিজিডি চাল বিতরন করা হয়নি। ঈদের আগেইভিজিডির চাল বিতরন করা হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎশিরিন সুলতানা বলেন,অভিযোগটি আমি দেখিনি। তবে আমড়াগাছিয়াইউনিয়নে ভিজিডি প্রনয়নে কোন অনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থানেয়া হবে।