লিটু-খোকন-লুনা হলেন বি‌সি‌সির প্যানেল মেয়র - Alokitobarta
আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

লিটু-খোকন-লুনা হলেন বি‌সি‌সির প্যানেল মেয়র


আলোকিত বার্তা:বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের তৃতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু এক নম্বর প্যানের মেয়র ও সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন দুই নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস আলোকিত বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,শুধুমাত্র সংরক্ষিত অথাৎ তিন নম্বর প্যানেল মেয়র পদে ভোট হয়েছে।এ পদে পাঁচজন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।যার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসন চার এর কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিসিসির সংরক্ষিত আসন দুই এর কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম।গত বছরের ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথগ্রহণ করেন। ২৩ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন তারা। এর প্রায় সাত মাস পর বৃহস্পতিবার প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।

Top