শিক্ষক গ্রেফতার ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে
আলোকিত বার্তা:বরিশালের উজিরপুরে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১১ মে) দুপুরে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান,ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ধারায় একটি মামলা করেন। পরে ওই মামলায় মুক্তাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক মুক্তাল হোসেন গত ২ মে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণমান্যদের কাছে গিয়েও কোনো বিচার পাননি ভুক্তভোগীর বাবা।পরে শনিবার সকালে তিনি বাদী হয়ে প্রধান শিক্ষককে আসামি করে থানায় মামলা করেন।