ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুলাদীতে নিখোঁজ



আলোকিত বার্তা:নিখোঁজ হওয়ার তিনদিন পর ব্যবসায়ী নান্নু চৌকিদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ মে) সকালে বরিশালের মুলাদী উপজেলার নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নান্নু উপজেলার চরমালিয়া গ্রামের আব্দুল হামিদ চৌকিদারের ছেলে। তিনি উপজেলার বেপারীরহাট বন্দরের ব্যবসা করতেন।
মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার আলোকিত বার্তাকে জানান, সকালে মুলাদী উপজেলার একটি নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার (৬ মে) দুপুরে মাছ কিনতে গিয়ে নান্নু নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে তার সন্ধানে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়।