ককটেল-সদৃশ ৫ বস্তু ‍ও ছুরি উদ্ধার আগৈলঝাড়ায় - Alokitobarta
আজ : শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ককটেল-সদৃশ ৫ বস্তু ‍ও ছুরি উদ্ধার আগৈলঝাড়ায়


আলোকিত বার্তা:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় খড়ের স্তূপ থেকে ককটেল-সদৃশ ৫টি বস্তু ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ মে) দুপুরের দিকে উপজেলার রত্নোপুর ইউনিয়নের বার পাইকা গ্রামের কৃষক শ্যামল বাড়ৈর খড়ের স্তূপ থেকে এসব উদ্ধার করে পুলিশ।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফজাল হোসেন আলোকিত বার্তাকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশ শ্যামল বাড়ৈর খড়ের স্তূপে তল্লাশি চালায়। এসময় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল-সদৃশ ৫টি বস্তু ও একটি ছুরি উদ্ধার করা হয়। পরে পানিভর্তি বালতির মধ্যে ডুবিয়ে সেগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

Top