‘নারী নির্যাতন বিরোধী’ মানববন্ধন বরিশালে



আলোকিত বার্তা:বরিশালে মুখে কালো কাপড় বেঁধে‘নারী নির্যাতন বিরোধী’মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উচ্ছ্বাস,লাল সবুজ সোসাইটি ও বরিশাল ব্লাড ডোনারস ক্লাব।
মানববন্ধন। মানববন্ধনে লাল সবুজের সভাপতি তাহসিন উদ্দিন, ব্লাড ডোনারস ক্লাবের সহকারী কোষাধ্যক্ষ তালুকদার রানা ও উচ্ছ্বাসের সভাপতি প্রসেনজিৎ সাহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।