ক্লাসে যেতে পারবেন না শিক্ষকরা তামাক-গুল খেয়ে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

ক্লাসে যেতে পারবেন না শিক্ষকরা তামাক-গুল খেয়ে


আলোকিত বার্তা:শিক্ষকরা পান,সিগারেট,তামাক ও গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না। বুধবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।সেখানে বলা হয়,সারা দেশে মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকরা সিগারেট,বিড়ি,জর্দা,গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে মাউশি’র পরিচালক(মাধ্যমিক)অধ্যাপক আবদুল মান্নান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, এক শ্রেণির শিক্ষক সিগারেট, বিড়ি,জর্দা,গুল খেয়ে ক্লাসে যান।এতে শিশু শিক্ষার্থীদের মধ্যে একধরনের বিরক্তি তৈরি হয় এবং মনোসংযোগের বিঘ্ন ঘটে। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

Top