রোববার দুপুর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেল ১৬ জনের - Alokitobarta
আজ : সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার দুপুর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেল ১৬ জনের


আলোকিত বার্তা:দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।রোববার দুপুর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এর মধ্যে বরিশালে দু’জন, ঝিনাইদহে দু’জন এবং কক্সবাজার, গাজীপুর, দিনাজপুর, বরগুনা, নড়াইলসহ ১২ জেলায় একজন করে মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

গৌরনদী:ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার বিকালে বরিশালের গৌরনদী উপজেলার হরিসোনা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী লাবণী খানম (১৮) নিহত হয়েছেন। এ সময় তার স্বামী ও শ্বশুর আহত হয়েছেন।

চকরিয়া (কক্সবাজার):চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারের উত্তর পাশে কাভার্ড ভ্যান ও বাইকের সংর্ঘষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। সোমবার বিকাল ৪টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইকচালক আতা ইলাহি (২৭) ডুলাহাজারা ইউনিয়নের চা বাগান গ্রামের মোক্তার আহমদের ছেলে।

গাজীপুর:সোমবার বিকালে রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যান চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। নিহত অটোচালক সাধন চন্দ্র বর্মণ রংপুরের নীলের কুঠি গ্রামের বসন্ত কুমার বর্মণের ছেলে।

দিনাজপুর:চিরিরবন্দরে ট্রাক্টরের থাক্কায় সলিমুদ্দিন (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার ঘুঘড়াতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সলিমুদ্দিন উপজেলার নান্দেরাই গ্রামের মৃত জসিরউদ্দীনের ছেলে।

বেতাগী(বরগুনা) দক্ষিণ:গাড়িচাপায় মো. রবিউল নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টায় বরগুনা-বেতাগী মহাসড়কের বুড়ামজুমদার ইউনিয়নে এ ঘটনা ঘটে। রবিউল দক্ষিণ বুড়ামজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল।

শ্রীবরদী:সিএনজিচালিত অটোরিকশা উল্টে শাকিবুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা উপজেলার বকচর গ্রামের রফিকুল ইসলাম আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার দহেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু শাকিবুল স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

নড়াইল:নড়াইলের পল্লীতে ঝড়ের মধ্যে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাপ্পু (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে নড়াইল-গড়েরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপ্পু নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

কটিয়াদী (কিশোরগঞ্জ):টমটমের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. তারেক মিয়া (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। তারেক মিয়া কটিয়াদী পৌরসভার বেথইর মহল্লার মৃত মো. ফজলু মিয়ার ছেলে ও মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ছাত্র।

ঝিনাইদহ:সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে মোটরসাইকেল থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহত সুমী শৈলকুপা উপজেলার ডাঙ্গিপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শৈলকুপার গাড়াগঞ্জ এলাকা থেকে মটরসাইকেলে খালাতো ভাইয়ের সঙ্গে ঝিনাইদহ আসছিল সুমি। পথে পেছন থেকে একটি বাস হর্ন বাজালে সুমী ভয়ে মোটরসাইকেল থেকে লাফ দেয়। এদিকে রোববার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার আমেরচারা নামক স্থানে বাইসাইকেল-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শাহিনুর ইসলাম লিখন উপজেলার কাশিপুর গ্রামের মতলেবুর রহমানের ছেলে।

চাটমোহর (পাবনা):অসুস্থ নানাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রনি হোসেন (১৬) নামে এক কিশোরের। রোববার বিকালে চাটমোহর-পাবনা মহাসড়কের বাওইকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘাটে। নিহত রনি ফরিদপুর উপজেলার খলিসাদহ এলাকার আবুল কালামের ছেলে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৬ জন।

যশোর :বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে যশোরের ধলগা-বসুন্দিয়া বাইপাস সড়কের কাবিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ :পাকুন্দিয়ায় বাসচাপায় মাইনুদ্দিন (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন একই উপজেলার চরফরাদী ইউনিয়নের চর-পাড়াতলা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

ঘাটাইল (টাঙ্গাইল):ঘাটাইলে ট্রাকের ধাক্কায় বাদশা মিয়া (৪৬) নামে এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের মৃত জবান আলীর ছেলে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বোয়ালমারী (ফরিদপুর) :মোটরসাইকেল ও অটোবাইকের সংঘর্ষে লাল মিয়া (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত ও দু’জন আহত হয়েছেন। রোববার বিকালে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির মোড়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। লাল মিয়া শেখর ইউনিয়নের ছত্ররকান্দা গ্রামের বাসিন্দা ও আলফাডাঙ্গা সরকারি এজেড পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বাবুগঞ্জ (বরিশাল) :বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মাইনউদ্দিন (২০) নিহত হয়েছেন। নিহত মাইনউদ্দিন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণভূতেরদিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।

Top