কুপিয়ে হত্যা বরিশালে দলিল লেখককে - Alokitobarta
আজ : সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কুপিয়ে হত্যা বরিশালে দলিল লেখককে


আলোকিত বার্তা:বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে রেজাউল করিম রিয়াজ (৪০) নামে এক দলিল লেখককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে চরমোনাই ইউনিয়নের বুখাইনগরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রিয়াজ ওই এলাকার ছত্তার হাওলাদারের ছেলে এবং পেশায় দলিল লেখক ছিলেন।নিহতের স্বজনরা জানান,বহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে স্ত্রী লিজাসহ ঘুমিয়ে পড়েন রিয়াজ। শুক্রবার ভোরে রিয়াজের বসতঘরের মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বসতঘরের একপ্রান্তে ছোট একটি সিঁদ কাটা রয়েছে, তবে তা দিয়ে মানুষ ভেতরে আসা নিয়ে সন্দেহ রয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।তিনি বলেন,এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। বিভিন্ন আলামত ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যারাই এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

Top