এসআই মিজানের বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিকদেরকে হুমকি ও মিথ্যা অপবাদ
বেনাপোল(যশোর)প্রতিনিধি:বেনাপোল পোর্টথানার এসআইমিজানের বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরেবেনাপোল সহ বিভিন্ন সংবাদকর্মীদেরকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারী বলে হুমকি প্রদান ও মিথ্যা অপবাদ দিয়েছেন।এতে করেসচেতন মহলসহ অন্যান্য সংবাদকর্মীরা তীব্র নিন্দা প্রকাশকরেছেন। তারা বলেছেন এসআই মিজানের বিরুদ্ধে সত্য ঘটনাপ্রকাশ করার পরেও যদি তার দ্বারা সাংবাদিকরা এমন হুমকির মধ্যেথাকে তবে বিষয়টি খুবই দুঃখজনক। সাথে সাথে তারা আরোওআশংকা প্রকাশ করেন যে এস আই মিজান কতৃর্ক যে কোনসময় এসকল সংবাদকর্মী বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে পারেন।খুব দ্রæত এ বিষয়টি নিয়ে পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষ সুষ্ঠতদন্ত করলে আসল রহস্য ও সত্য ঘটনা বেড়িয়ে আসবে বলে আশাপ্রকাশ করেন বিভিন্ন সাংবাদিক ও সাধারন মানুষ।এম কে টেলিভিশনের সম্পাদক বেনাপোল পোটর্ থানার এসআইমিজানের মুঠোফোনে কল দিলে তিনি বলেন আমার বিরুদ্ধে সবঅভিযোগ মিথ্যা, কিছু মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীসাংবাদিকরা তার বিরুদ্ধে মিথ্যা নিউজ করেছেন।
একপর্যায়েতিনি বলে ফেলেন এটা তার ব্যক্তিগত দন্ডের কারনে কিছুসাংবাদিক লেখা-লেখি করছে।সে দ্বাম্ভিকসুরে বলেন বিষয়টিনিয়ে আমার উপর মহল তদন্ত করবেন বলে আর কোন প্রশ্নের জবাব নাদিয়ে মোবাইলের লাইনটি কেটে দেন।গত ১১ই এপ্রিল বিভিন্ন পত্রিকায় ও অনলাইন ভার্ষনে শিরোনামেবিজিবি’র মামলার পলাতক আসামীর রিমান্ডের ভয় দেখিয়ে এসআইমিজানের ঘুষ বানিজ্য ১২ই এপ্রিল শিরোনামে এসআই মিজানমিথ্যা মামলার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবী ও ১৩ই এপ্রিলশিরোনামে ১২ লাখ টাকা দাবী এসআই মিজানের চাঁদাবাজিরশিকার হলেন সরকারী কর্মচারীর নিউজ বের হয়।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ আবু সালেহ মাসুদকরিমের কাছে স্থানীয় সংবাদকর্মীদের নামে মিজান দারোগারএমন হুমকি ও মিথ্যা বদনাম দেয়া প্রসংঙ্গে জানতে চাইলে তিনিবলেন,যে যেমন কর্ম করবে তেমন ফল তারই ভোগ করা লাগবে,তিনিবলেন আমি কাজে বাইরে অবস্থান করছি আর কিছু জানার থাকলেতদন্ত ওসির সাথে কথা বলতে বলেন।