বিএফইউজের ঈদের আগেই নবম ওয়েজ বোর্ডের গেজেট দাবি
আলোকিত বার্তা:আগামী ঈদের আগে নবম ওয়েজ বোর্ডের গেজেট ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। তাছাড়া জাতীয় সংসদের চলতি অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন পাশ এবং বিভিন্ন গণমাধ্যমে গণহারে সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবিও জানানো হয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত বিএফইউজের কার্য-নির্বাহী কমিটির সভায় এ দাবি করা হয়।
বিএফইউজে সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে মহাসচিব শাবান মাহমুদের সঞ্চালনায় কার্য-নির্বাহী কমিটির সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সভাপতি আবু জাফর সূর্য, কার্যনির্বাহী সদস্য শেখ মামুন, খায়রুজ্জামান কামাল, শাহনেওয়াজ দুলাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মনোতোষ বসু, যুগ্ম-মহাসচিব আবদুল মজিদ ও মহসীন কাজীসহ সারাদেশ থেকে আসা সাংবাদিক ইউনিয়নের নেতারা।শাবান মাহমুদ জানান,ঈদের আগে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ না করলে এবং গণমাধ্যম কর্মী আইন সংসদে পাশ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে বরিশাল অশ্বিনী কুমার হলে বিএফইউজের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোল্লা জালালসহ অন্য অতিথিরা।মোল্লা জালাল বলেন,বিএফইউজের অন্তর্ভুক্ত সংগঠন হিসেবে বরিশাল সাংবাদিক ইউনিয়নকে কাজ করার নিদের্শনা দেওয়া হয়েছে। বরিশাল অঞ্চলের কর্মজীবী সাংবাদিকদের অধিকার আদায়ে বরিশাল সাংবাদিক ইউনিয়ন নতুনভাবে কাজ শুরু করবে বলে আশা রাখি।নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজের যুগ্ম-মহাসচিব আবদুল মজিদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, বিইউজে সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি নজরুল বিশ্বাস প্রমুখ।পরে আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে বিএফইউজের নেতাদের শুভেচ্ছা জানানো হয়। ক্লাব মিলনায়তনে সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা রাখেন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল। এখানেও অতিথি ছিলেন শাবান মাহমুদ ও আবু জাফর সূর্য। এছাড়াও অতিথি ছিলেন বাংলাদেশ হেলথ রির্পোটার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, শুভেচ্ছা বক্তৃতা রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।