বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ স্কোয়াডের যারা - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা বৈষম্য ও শোষণের শিকল ছিঁড়ে বারবার গণমানুষকে মুক্তি দিয়েছে দেশের তরুণরাই নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই দেশের সব সাংবাদিকের জন্য বেতন ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক এর নিচে নামা যাবে না নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে

বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ স্কোয়াডের যারা


আলোকিত বার্তা:আগেই জানা ছিলো বিশ্বকাপ স্কোয়াডের পাশাপাশি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডও একসঙ্গে ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেই কথা সেই কাজ। আজ বেলা পৌনে ১টার সময় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় নেয়া হবে বাড়তি কোন দুইজনকে। বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৫ জনের সঙ্গে ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি এবং ডানহাতি অফস্পিনার নাইম হাসানসহ মোট ১৭ জনের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক।

আগামী ৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও থাকবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। তবে সে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। রাউন্ড রবিন লিগে সব দল একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। এরপর ১৭ মে হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াড:মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি এবং নাইম হাসান।

Top