দুপুরবেলায় ও সস্থিতে থাকতে নেই দরজা-জানালা খোলা রেখে। - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা বৈষম্য ও শোষণের শিকল ছিঁড়ে বারবার গণমানুষকে মুক্তি দিয়েছে দেশের তরুণরাই নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই দেশের সব সাংবাদিকের জন্য বেতন ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক এর নিচে নামা যাবে না নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে

দুপুরবেলায় ও সস্থিতে থাকতে নেই দরজা-জানালা খোলা রেখে।


মো.মাসুম:দুপুরবেলায় ও সস্থি নেই বরিশালে। ওরাকল বিসিএস কোচিং এর বরিশাল শাখার অফিস সহকারী ফাহিম।আজ দুপুর ৩ টার দিকে খাবার পানি আনার জন্য বিএম কলেজ রোড এর ২য় তলা ভবন থেকে নিচে নামে পলকের মধ্যেই রুমে ডুকে ড্রয়ার তল্লাসি করতে থাকে আগন্তুক এক ব্যক্তি। ফাহিম অপরিচিত লোকটাকে দেখে ধরে ফেলে এবং বাড়ির মালিককে ডাক দেয়। স্থানীয় কয়েকজন ভাড়াটিয়ার উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সে নিজেকে নান্টু নামের এক লোকের বাসা খোজ করতে এখানে এসেছে বলে দাবি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কোচিং মালিক আসলে তার হাতে দেয়া হলে তিনি কিছু প্রশ্ন করেন। পরে ঐ ব্যক্তির হাতে থাকা চার্জহীন ফোন অন করে দেখা যায় ফোনটা ও তার নয়। মেসেন্জার ও ইমু আইডি দেখে জানা যায় ফোনটা নামের এক মহিলার। তার নম্বরে ফোন দিয়ে জানা যায় তার ফোনটি ৫/৬ দিন আগে চুরি হয়েছে। আর এই ব্যক্তিটির নাম হলো মামুন। যার বর্ননামতে, তার বাড়ি কাউনিয়া বাগানবাড়ি এলাকায়। তিনি একজন দিন মজুর। কিন্তু ঘটনার প্রেক্ষিতে তিনি একজন পেশাদারি চোর। পরবর্তীতে পুলিশে খবর দিয়ে তাকে ফোনসহ থানা হাজতে পাঠানো হয়

Top