মির্জাগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়েবাংলা নববর্ষ উদ্ধসঢ়;যাপন করা হয়েছে।উপজেলা পরিষদ সড়কে আলপনায় রঙ্গিন করা হয়েছেসড়কগুলো। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বেরকরা হয়। উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের খাবারের আয়োজন করা হয়। এরমধ্যে রয়েছেবৈশাখী পিঠা মেলা। এতে বাহারী প্রকারের পিঠা-পুলি নিয়ে ১০টি ষ্টলে অংশ গ্রহনকরেন। ওইদিন সকাল এগারোটার দিকে মেলায় ভ্রাম্যমান বই মেলারও উদ্বোধন করা হয়।
মঙ্গলশোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকরসিদ্দিকী,উপজেলা নির্বাহী অফিসার আবদুল্ধসঢ়;রাহ আল জাকী,প্রবীন আওয়ামীলীগ নেতামোঃ ইসমাইল হোসেন মৃধা,নবনিবর্চাচিত ভাইস চেয়ারম্যান,উপজেলা ছাত্রলীগেরসভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনাহাবিব, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমানবিশ্বাস,মির্জাগঞ্জ থানার তদন্ত অফিসার মোঃ শাহ আলমসহ উপজেলার সকল সরকারি দপ্তরেরকর্মকর্তাগন। এছাড়াও শোভাযাত্রায় সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেনীর মানুষ অংশ গ্রহনকরেন। এদিকে ওইদিন বিকালে উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলা,পিঠামেলা ও এক মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৃথক পৃথক ভাবে বর্ষবরন অনুষ্ঠান পালন করে।