ব‌বি শিক্ষকদের অবস্থান ধর্মঘট কর্মসূচি ৮ দফা দাবি আদায়ে - Alokitobarta
আজ : শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনৈতিক লেনদেন বিষয়ে সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছেন প্রধান বিচারপতি সরকারের পাঁচজন সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার সরকারি সেবায় ঘুস দেন ৩২ ভাগ নাগরিক পাচারের টাকায় যুক্তরাজ্যে সম্পদের পাহাড় , হাসিনা পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত নির্বাচনে পোস্টার থাকবে না দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর,শেখ হাসিনা ও সহযোগী খায়রুল হক বাংলাদেশিদের টাকার পাহাড় জমেছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে প্রথম দিনের বৈঠক বর্জন ছিল জামায়াতের ‘প্রতীকী প্রতিবাদ’ নতুন সাত দাবিতে মাঠে কর্মচারী সংগঠন এনসিসি গঠনে মতবিরোধ

ব‌বি শিক্ষকদের অবস্থান ধর্মঘট কর্মসূচি ৮ দফা দাবি আদায়ে


আলোকিত বার্তা:ঘোষিত কর্মসূচি অনুযায়ী আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের (ববি) শিক্ষকরা।বৃহস্প‌তিবার (১১ এ‌প্রিল) সকাল ১১টা থেকে ব‌বির প্রশাস‌নিক ভব‌নের নিচতলায় এ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যা চলবে একটানা দুপুর ১টা পর্যন্ত।

ব‌বি শিক্ষক স‌মিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া আলোকিত বার্তাকে জানান,বিশ্ব‌বিদ্যালয়ে বর্তমা‌নে শিক্ষক নির্যাত‌নের কারখানায় প‌রিণত হ‌য়ে‌ছে। এখা‌নে নেই কো‌নো শিক্ষার প‌রি‌বেশ। আইন করা হয়েছে শিক্ষা প‌রিপন্থী, চ‌লে স্বেচ্ছাচা‌রিতা। আর এ কার‌ণে আট দফা দাবি ঘোষনা ক‌রা হ‌য়ে‌ছে।এর ম‌ধ্যে অন্যতম,সি‌ন্ডি‌কে‌টের ৫৮তম সভা অনুসা‌রে শিক্ষ‌কের পদন্ন‌তিতে জ‌টিলতা শুরু হওয়ায় তা বা‌তি‌লের দাবি জানা‌নো হ‌য়ে‌ছে। শিক্ষক‌দের সি‌নিয়‌রি‌টি এবং চেয়ারম্যান নি‌য়োগে অ‌নিয়ম দূর করার দাবি জানা‌নো হয়।পাশাপা‌শি শিক্ষা ছু‌টি‌তে অনিয়ম এবং পক্ষপাতমূলক আচরণ বন্ধ করার দাবিও রয়েছে।

Top