ববি শিক্ষক সমিতির কর্মসূচি ৮ দফা দাবিতে



আলোকিত বার্তা:আট দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে দুই করে ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।বুধবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি জানান বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া।
তিনি আরো বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয় বর্তমানে শিক্ষক নির্যাতনের কারখানায় পরিণত হয়েছে। এখানে নেই কোনো শিক্ষার পরিবেশ। আইন করা হয় শিক্ষা পরিপন্থি,চলে স্বেচ্ছাচারিতা।আর এই কারণে আট দফা দাবি ঘোষণা করা হয়েছে।সিন্ডিকেটের ৫৮তম সভা অনুসারে শিক্ষকের পদোন্নতিতে জটিলতা শুরু হওয়ায় তা বাতিল,শিক্ষকদের সিনিয়রিটি ও চেয়ারম্যান নিয়োগে অনিয়ম দূর করা,শিক্ষাছুটিতে অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণ বন্ধ করার দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া আরো বলেন,শিক্ষার্থীরা বর্তমানে যে আন্দোলন করছে তা যৌক্তিক। আমরা শিক্ষক হিসেবে অনেক কিছুই করতে পারি না।তবে আমাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ,উপাচার্যের বিরুদ্ধেই।শিক্ষকদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। আমাদের জায়গা থেকে ছাত্ররা যে অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলন করছে এর জন্য তাদের ধন্যবাদ জানাই।সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান পিন্টুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বুধবার সকাল থেকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালায় শিক্ষার্থীরা।এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে, যতদিন পর্যন্ত ভিসি ইমামুল হক পদত্যাগ না করবেন।