বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ পাঁচ দফা দাবিতে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ পাঁচ দফা দাবিতে


আলোকিত বার্তা:পরিবহন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ মিছিল সহকারে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে বিএম কলেজের অধ্যক্ষের কাছে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি দেওয়া হয়।

বিএম কলেজ শাখা ছাত্র মৈত্রীর সভাপতি জয় চক্রবর্তী জানান,লাহারহাট,বাকেরগঞ্জ,ঝালকাঠি,বানারীপাড়া,বাবুগঞ্জ,মুলাদী, হিজলা, উজিরপুর,গৌরনদী ও আগৈলঝাড়া রুটে অনতিবিলম্বে ১০টি বাস দিতে হবে।যতোদিন নিজস্ব বাস আসবে না, ততোদিন ভিন্ন বা বিআরটিসি বাসের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন বাস বাতিল করে সবরুটে নতুন বাস দেওয়াসহ আরো দাবি জানানো হয়েছে।এছাড়া বাস ছাড়ার সময়ও পরিবর্তনের দাবি করা হয়েছে।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নূর নিরব,লোকমান হোসেন,সন্তু মিত্র,রনি,অন্বেশা দাস প্রমি প্রমুখ।পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা

Top