জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এরশাদের অবর্তমানে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এরশাদের অবর্তমানে


আলোকিত বার্তা:জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালে তার ছোট ভাই দলের কো-চেয়ারম্যান জিএম কাদের দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে আগের নির্দেশনা বাতিল করে শনিবার নতুন এক চিঠিতে এ নির্দেশনা দিলেন বিরোধীদলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

এর ফলে আবারও আগের সিদ্ধান্তে ফিরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। নতুন এই নির্দেশনার পর থেকে এরশাদের অবর্তমানে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জিএম কাদের। চিঠিতে বলা হয়,২২ মার্চ যে সাংগঠনিক নির্দেশ দিয়েছিলাম আজকের (শনিবার) চিঠির মাধ্যমে আগের আদেশটি বাতিল ঘোষণা করছি।এ বছরের ১৬ জানুয়ারি এরশাদ তার অবর্তমানে জিএম কাদেরকে চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরে ২২ মার্চ আরেক সাংগঠনিক নির্দেশনায় ১৬ জানুয়ারির নির্দেশনা বাতিল করেন এবং জিএম কাদেরকে ব্যর্থ উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন। পরদিন ২৩ মার্চ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও সরিয়ে দেয়া হয় জিএম কাদেরকে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রংপুরের ৮ জেলার নেতারা গণপদত্যাগ ও জাতীয় পার্টিকে প্রতিহত করার আলটিমেটাম দেন। অবশেষে ৪ এপ্রিল জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেন এরশাদ। এরপর শনিবার এরশাদের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হল।

Top