শ্রমিক নিহত মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিউবওয়েল - Alokitobarta
আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

শ্রমিক নিহত মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিউবওয়েল


আলোকিত বার্তা:বরিশালের মুলাদীতে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসকুরনী হোসেন (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।নিহত শ্রমিক রাজশাহীর’র নওগা উপজেলার খেলনা গোবড়াপাড়া গ্রামের শওকত হোসেনের ছেলে। অপর আহত দু’জন একই গ্রামের বাসিন্দা মামুন হাওলাদার (২২) ও মোস্তাকিন (১৮)।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়েদুল ইসলাম আলোকিত বার্তাকে জানান, দুপুর ১২টার দিকে ওই শ্রমিকরা উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে টিউবওয়েল বসানোর কাজ করছিলো। এসময় তারা একটি পাইপ উপরে তুলতে গেলে তা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক শ্রমিক অসকুরনীকে মৃত ঘোষনা করেন। বাকি দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, গত একমাস আগে শ্রমিক হিসেবে কাজ শুরু করে অসকুরনী। ওর আরো এক ভাই ও এক বোন রয়েছেন। ক’দিন আগেই নওগাঁ থেকে তারা ১১ জন শ্রমিক মুলাদীতে টিউবওয়েল বসানোর কাজে যোগ দেয়।

Top