অ্যাডাপটেশন তহবিল পাচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে সালমানের পকেটে টিকার ২২ হাজার কোটি টাকা সংস্কার এর মধ্যে করতে হবে,ডিসেম্বরে নির্বাচন সামনে বাম, পেছনে আওয়ামী লীগ,সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র নেপথ্যে কলকাঠি নাড়াচ্ছে যে রাষ্ট্র ,সরকারকে বেকায়দায় ফেলার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে জাতীয় সংসদ নির্বাচন চাইলে চাপ সৃষ্টি করতে হবে রাজনৈতিক দলগুলোকে

অ্যাডাপটেশন তহবিল পাচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো


আলোকিত বার্তা:প্রথমবারের মতো বাংলাদেশের উপকূলীয় ও নদীতীরবর্তী ক্ষুদ্রচর বা দ্বীপগুলোতে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা কার্যক্রম জোরদারে বাংলাদেশের জন্য ১০ কোটি ডলার অ্যাডাপটেশন ফান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়,এই বরাদ্দ‘অ্যাডাপটেশন ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট ভালনারেবল অফসোর স্মল আইল্যান্ড অ্যান্ড রিভারাইন চরল্যান্ড ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে ব্যয় করা হবে। বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং দ্য ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের কিয়োটো প্রটোকলের অধীনে এই তহবিল গঠিত হয়। ৮০টি প্রকল্পে অর্থায়নসহ জলবায়ু অভিযোজন ও বিরূপ অবস্থা মোকাবেলায় সক্ষমতা অর্জনে ২০১০ সালের পর থেকে এই তহবিল থেকে ৫৩ কোটি ২০ লাখ ডলার ব্যয় করার সিদ্ধান্ত নেয়া হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও প্রথমবারের মতো এ তহবিল পেতে যাচ্ছে। ২০১৯ সালের মার্চে জার্মানির বন শহরে অনুষ্ঠিত এক বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্যারিসের জলবায়ু চুক্তি অনুযায়ী বাংলাদেশ, আর্মেনিয়া, ডমেনিক্যান রিপাবলিক এবং ওয়েস্টার্ন বালাকানে নতুন প্রকল্পে তিন কোটি ২৫ লাখ ডলার তহবিলের অনুমোদন দেয়া হয়েছে।নতুন এ প্রকল্প জাতীয় অগ্রাধিকার ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্রেটিজি অ্যান্ড অ্যাকশন প্লান’এবং‘ন্যাশনাল ডিটারমাইন্ড কনট্রিবিউশন’ অর্জনে সহযোগিতা করবে। বাংলাদেশের টেকশই লক্ষ্যমাত্রা এবং দারিদ্র ও বৈষম্য দূরীকরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ নতুন উদ্যোগটি ইউএনডিপির ক্রমাগত প্রচেষ্টার একটি অংশ।

Top