শ্রমিকের মৃত্যু উজিরপুরে গাছচাপায় - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিকের মৃত্যু উজিরপুরে গাছচাপায়


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে হারুন হাওলাদার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (৩ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণ শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। হারুন উপজেলার ইচলাদী গ্রামের মৃত সৈয়দ আলী হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার শিকারপুর এলাকায় গাছ কাটাতে যান হারুন। গাছ কাটার সময় তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।উজিরপুর থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল আলোকিত বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Top