ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে
আলোকিত বার্তা:বরিশালের নদী বন্দরে নোঙর করা পারাবাত-১১ লঞ্চ থেকে নয় হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।সোমবার (১ এপ্রিল) দুপুরে বরিশাল মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোশারফ হোসেন।
আটকরা হলেন- পটুয়াখালী সদরের লাউকাঠির জামুরা এলাকার নাজেম মাতবরের ছেলে নাছির মাতবর এবং বরিশাল নগরের ভাটিখানা এলাকার মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে আজিম হোসেন। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোশারফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ মার্চ) বরিশালের নদী বন্দরে নোঙর করা পারাবাত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৪৭ নং কেবিনে অবস্থানরত যাত্রী নাছিরকে নয় হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের লঞ্চ ঘাটে ইয়াবার জন্য অপেক্ষারত আজিমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।জিজ্ঞাসাবাদে নাছির পুলিশকে জানিয়েছে,কক্সবাজারের বাসিন্দা দিলদার রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে তাকে এসব ইয়াবা দিয়েছেন বরিশালে আজিমের কাছে পৌঁছে দিতে।এ ঘটনায় তিনজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলেও জানান পুলিশ কমিশনার মোশারফ।