পারা সৌভাগ্যের সাকিবের সঙ্গে খেলতে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

পারা সৌভাগ্যের সাকিবের সঙ্গে খেলতে


আলোকিত বার্তা:বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা তারকা সাকিব আল হাসানের ৩২তম জন্মদিন আজ। পেশাগত ব্যস্ততায় দেশে নেই তিনি। কাটতে পারছেন না বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে জন্মদিনের কেক। আইপিএল খেলতে অবস্থান করছেন ভারতে।
তবু তাতে কী? সতীর্থ সাকিব আল হাসানের জন্য দেশের ক্রিকেটারদের ভালোবাসা ও শ্রদ্ধায় কী তাতে কোনো কমতি আসতে পারে? – না আসেনি। জাতীয় দলের ক্রিকেটাররা দলের অন্যতম সেরা তারকাকে জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে সাকিবের জন্য রাখছেন শুভেচ্ছা ও শুভকামনা। বাংলাদেশ দলের পঞ্চপান্ডবের অন্যতম সদস্য মুশফিকুর রহীম মনে করেন সাকিবের সঙ্গে একই দলে খেলতে পারাটা সৌভাগ্যের।

তাই তো সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুশফিক লিখেছেন, ‘শুভ জন্মদিন চ্যাম্প! তোর সঙ্গে একই দলে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।মুশফিকের মতো সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দলের আরো অনেকেই। বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য আইকন। সত্যিকারের চ্যাম্পিয়ন ক্রিকেটার। আপনাকে দলে পেয়েছি, আমরা ভাগ্যবান। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবসময় ভালো থাকুন।দলের আরেক তরুণ সদস্য মেহেদি হাসান মিরাজ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাকিব আল হাসান ভাই। দোয়া করি আপনার জীবনের প্রতিটি দিন আশা, ভালোবাসা, আনন্দ-উচ্ছাসে ভরে উঠুক।বর্তমান দলের বাইরে থাকা একসময়ের নিয়মিত মুখ এনামুল হক বিজয় টুইটারে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের ক্রিকেটের আইকন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবসময় ভালো থাকুন সাকিব ভাই।

Top